ডিজিটাল মিনিমালিস্ট


প্রায়ই এমন কিছু বই অর্ডার আসে যার এক পিসও আমার স্টকে অবশিষ্ট নেই। সেই সুবাদে বইয়ের বাজারে আমার আনাগোনা অহরহ। 
সেদিন সম্ভবত বুধবার, সঙ্গী হিসেবে সাথে ছিল অপূর্ব। বাবা-মা মনে হয় ছেলেটার ব্রেইনের কারিশমা আগেই আন্দাজ করতে পেরে এই নামটাই রেখে দিয়েছিল নয়তো এই নামের কারনেই কারিশমা লেগে গেছে! তা যাই হউক, অপূর্বর সাথে পরিচয় অন্য একদিন করিয়ে দিব। 
কি কারনে আবার যেন সেদিন ফ্লাইওভার বন্ধ ছিল, কি মুশকিল! নিচ দিয়ে বাইক ঠেলাগাড়ির মত ঠেলতে ঠেলতে আর কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেসি সেদিকে কারো খেয়ালই নেই। 
এখানেও খোশগল্প করে গল্প শেষ না করে গল্পটা বলি; 
কি কারনে যেন কিছু সাপ্লাইয়ার আমাকে দেখে বেজায় খুশি হয়। খুশি থাকলেও এদের অনেকের সাথে দরদাম করে কিছুতেই যেন দাম কমাতে পারিনা -_-। সেদিনও পারলাম না,  এক দোকান থেকে আরেক দোকান যাচ্ছি আর বাড়ছে বইয়ের বোঝা। অপূর্ব মনে হয় কিঞ্চিৎ চিন্তায় পড়ে গিয়েছিল। ছেলেটা আবার বেশিক্ষন চিন্তায় থাকতে পারেনা, সে বই ছাড়িয়া তাহার দিকে আমাকে কর্ণপাত করিতে বলিল! 
"আচ্ছা, তুই যে এত বই নিচ্ছস এগুলার একটাও তোর পড়া হইসে?"
মুহূর্তেই মধ্যেই আমি আবার বই বাছাইয়ে মনোযোগ সন্নিবেশিত করিলাম। 
 মনে মনে নিজেকে বলছিলাম; 
"৫০-৮০ টা বই বছরে পড়া কিছুটা কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন ব্যাপার হচ্ছে এই ১৫০+ খ্যাতনামা বেস্টসেলারদের বই থেকে নিজের পড়ার জন্য একটি বই বাছাই করতে পারা !"  
শুধু বইয়ের ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন, যখনই আমাদের হাতে বেশি অপশন থাকে তখনই আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। 
একটু সহজ করে বলি, ধরেন আপনার  ৫-৭ জন বন্ধুদের একটা গ্রুপ আছে। তো কোথাও ঘুরতে যাওয়ার প্লান করলে আপনি যাবেন নাকি যাবেন না সেটা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। 
এদিকে ফাহিমের ১০-১২ জন বন্ধুর ৬ টা গ্রুপ আছে। দেখা যাচ্ছে দুইটা গ্রুপ একই দিনে ভিন্ন দুটি জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলছে। 
এখন ফাহিম ভাবছে যাবে নাকি যাবেনা, গেলে কোন গ্রুপের সাথে যাবে। কোন গ্রুপ কোন জায়গায় যাবে? কোন গ্রুপের বাজেট বেশি? আচ্ছা যে গ্রুপের সাথে যেতে চাচ্ছি তাদের সবার নামও তো মনে পড়ছে না! 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

NSU MGT 314 (Supply Chain/ Production Management), Few Questions and answers

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই