যেহেতু প্রযুক্তির উপরে আমার আগ্রহ বেশি তাই ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে করেই হোক একটা আইফোন ব্যবহার করবই। মামার কাছ থেকে শুনেছিলাম অ্যাপলের ফোনগুলোর দাম প্রায় ৫০ হাজারেরও বেশি। ভাবলাম এত দামি ফোন তো কেনা সম্ভব না এটার আশা ছেড়েই দেই। সে সময়ে আবার আমাদের বয়সী ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিল এমপি৪/৫ নামক ডিভাইসগুল। ঈদের পর ৩-৪ হাজার টাকা জমিয়ে আমি আর আমার বন্ধু মিলে একটি এমপি৪ কিনতে গেলাম গুলিস্থানের স্টেডিয়াম মার্কেটে। দুই তিন দোকান ঘুরতেই দেখলাম পাশে পুরাতন মোবাইলের ছোট ছোট কিছু দোকানও আছে, চোখ পড়ল আইফোনের উপর! দেখে চোখ চক চক করে উঠলেও প্রথমে দাম জিগ্যেস করতে সাহস পাচ্ছিলাম না, তারপর ভাবলাম এগুলো তো পুরনো তাহলে একবার জিগ্যেস করেই দেখি। ৬ হাজার টাকা দাম শুনেই আমার খুশি আর ধরেনা, বলেই বসলাম নকল নাতো সেট? দোকানদার বললো নকল হইলে নিতে হবেনা। খুশিমনে আইফোনখানা দেখার চালু করতেই পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড জিগ্যেস করলে বললো এটা খুলে নিতে হবে বাহিরে থেকে। আমিতো দামাদামি শুরুই করে দিয়েছিলাম খুশিতে, কিন্তু শেষ পর্যন্ত দামে মিললো না বলে ফিরেই এলাম। মাস ছয়েক পর মামা বাড়িতে আসলে তাকে পুরো ঘটনাটা...
যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কীরকম জীবন চান? ভালো চাকুরী, ভালো পরিবার এবং সুখী জীবন। উত্তরটা এমন হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আপনাকে যদি প্রশ্ন করা হয় জীবনে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে চান? ভাবুন তো, কি উত্তর দিবেন। কি, উত্তরের জন্য মোটেও প্রস্তুত নয় বলে মনে হচ্ছে! তাহলে কিন্তু আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নেরই উত্তর এখনও খুঁজে পাননি। আপনি কি ভালো চাকুরী/আর্থিক স্বাধীনতা চান? আপনাকে সপ্তাহে ৬০ ঘণ্টা বেশিও সময় দিতে হতে পারে, রাতের পর রাত জেগে কাজ করা লাগতে পারে। বিশাল বিশাল প্রোজেক্ট একাই সামলাতে হতে পারে, কর্মঘণ্টা শেষেও কাজ করা লাগতে পারে। একের অধিক ব্যবসা পরিচালনা করতে হতে পারে। মিটিংয়ে যেতে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকা লাগতে পারে। এসবের জন্য আপনি প্রস্তুত তো? জীবনে কোন কিছু চাওয়ার আগে নিজেকে প্রশ্ন করবেন আপনি সেটা পাওয়ার জন্য কি সেক্রিফাইস করতে প্রস্তুত রয়েছেন। তাহলে দেখবেন কাজে গতি আসবে Happiness requires struggle.
কে না জানে এই দুর্দান্ত লিনাক্স ডিস্ট্রোর কথা! যে ডিস্ট্রোর এক কমান্ডেই গায়েব হয়ে যায় লাখ লাখ সাইট, পড়ে যায় শ'খানেক সার্ভার, যার একটি কমান্ডেই নিমিষেই ধ্বংস করে ফেলা যায় যেকোন অনলাইন ভিত্তিক কোম্পানির আয়-ইনকাম। আসুন, দেখি কালি-লিনাক্স এর সাহায্যে আমরা যেসকল দুর্দান্ত কাজ করতে পারবো: যেকোন সময় নিজের ইচ্ছেমত যেকোন সাইট হ্যাক করা। যে কারও ক্রেডিট কার্ড, বিক্যাশ, পেপ্যাল, স্ক্রিল ইত্যাদির তথ্য হাতিয়ে মিলিওনিয়ার হয়ে যাওয়া। বিশ্বের যেকোন ওয়েব সার্ভিস (ফেসবুক, ইয়াহু, জিমেইল) অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে দেয় চোখের পলকে। ব্র্যাজার্সের মত পর্ণ সাইটগুলোতে আনলিমিটেড ভিডিও অ্যাক্সেস হাতিয়ে নেওয়া। এমনকি আপনি আপনার এসএসসি/এইচএসসির রেজাল্টের জিপিএও পাল্টে দিয়ে নিজের ভবিষ্যৎ পাল্টে ফেলতে পারেন! আসুন, কালি লিনাক্সে সাইট হ্যাক করার বেসিক শিখে নিই। হ্যাকিং বাংলাদেশে কিছু অতি জ্ঞানী মানুষ আছে, যারা জ্ঞান ঝাড়ে যে, "সাইট হ্যাক করা সাধনার ব্যাপার, ব্যাকট্র্যাক ইন্সটল করলেই সাইট হ্যাকার হওয়া যায় না"। খ্যাঁতা পুড়ি ওইসব গিয়ানীর! ব্যাকট্র্যাকের ক্ষমতা সম্পর্কে জানে না বিধায় তারা এমন ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন