Daraz Seller কেন এই ফাঁদে পা দিবেন না

আমার দারাজে সেলার হিসেবে বয়স প্রায় ২ বছরের মত, যদিও এখন সেলার একাউন্ট এ সেল বন্ধ রেখেছি। কিছুদিন আগে একজন ব্যক্তি দারাজের সেলার হবার জন্য আমার অভিজ্ঞতা ও কেমন লাভ করেছি জানতে চেয়েছিল। বিনিময়ে আমি আমার অভিজ্ঞতা দিয়ে উত্তর দিয়েছি অনেকটা এরকম...

 "ভাই আপনার লাভ সব দারাজ কোন দিক দিয়ে খেয়ে ফেলেছে বুজবেন ও না, ৬ মাস পরে দেখবেন আপনার পুঁজি প্রায় ৫-১০% নাই। দারাজের কমিশন প্রায় ক্ষেত্র বিশেষে ১০-১৫% + পেমেন্ট প্রসেসিং ফি ১% + ভ্যাট প্রায় ১% + প্যাকেজিং ম্যাটেরিয়ালস কিনতে যাবে প্রায় ২-৪% + ক্যারিং চার্জ ১-২% যেটা আপনাকে দারাজ Hub গিয়ে জমা দিতে খরচ হবে, এই গেল ১৫-১৯%। নানা এখানেই শেষ না "পিকচার আভি বাকি হ্যাঁ মেরা দোস্ত" ভাল দিক না শুনেই যাবেন নাকি। 

প্রথমত বিদেশ ভ্রমনের প্রাক অভিজ্ঞতা হবে, ধরুন এপয়েন্টমেন্ট নিয়ে পণ্য জমা দিতে গিয়ে আপনার মনে হবে আপনি ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করছেন, দ্বিতীয়ত পণ্য জমা দিতে গিয়ে বিশাল লাইনে দাঁড়িয়ে থেকে ঈদের আগে বাস বা ট্রেনের টিকেট কাটার আমেজ পাবেন, তৃতীয়ত ছোট বেলার লুকোচুরি খেলার অভিজ্ঞতা হবে COD অর্ডারের কাস্টমার পণ্য রিটার্ন আসা যাওয়া নিয়ে, চতুর্থত হবে শরীর চর্চার ক্লাস ৪ নাম্বার ফ্লোরে প্রিন্টিং, ৫ নাম্বার ফ্লোরের প্যাকেজিং এবার বস্তা বস্তা প্যাকেট কাঁধে নিয়ে ২ নাম্বার ফ্লোরে (লিফট থাকলেও ব্যবহার নিষেধ) গিয়ে লাইনে দাঁড়াবেন, এইভাবে কসরত করে অবশেষে এপয়েন্টমেন্ট মিলিয়ে জমা দিবেন যদি সেদিন সময় থাকে, যদি সময় শেষ হয়ে যায়, তার মানে এগুলা নিয়ে "বাপি বাড়ি যা"। 

রেগে মেগে নীচে নেমে বের হয়ে যাবেন, না বাবা তা হবে না উপরে বসে থাকা স্যারদের অনুনয় বিনুনয় করে পারমিট নিয়ে তল্লাশি চকি পার হতে হবে লিখিত স্বাক্ষর দিয়ে অবশেষে আপনার মুক্তি (এর ভিতর কয়বার আপনার কোন কোন ফ্লোরের কোন কোন স্যারের সাথে দেখা করতে হবে আমাকে জিজ্ঞেস কইরেন না)। এবার আসি সবচেয়ে এন্টারটেইনিং বিষয় নিয়ে ধরুন পরদিন সকাল সকাল চলে গেলেন দারাজ হাবে মনে মনে ভাবছেন আজকে আমারে কে আটকায় সব ঝুটঝামেলা পার হয়ে পণ্য জমা দিয়ে দেখবেন, ওঁরা আপনার পণ্যের বক্স নিয়ে ফুটবল খেলছে এ যেন এক রঙমেলা কি তাদের দক্ষতা কি বিশাল তাদের অভিজ্ঞতা, এক একজন সর্টিং এর স্টাফ যেন এক একজন মেসি। 

ভাই এত খুশি হইয়েন না আবার হেতেরা আপনার যে পণ্য নিয়ে ফুটবল খেলছে সেটা ভিতরে চুরমার হয়ে ৭ দিন পরে ফেরত আসতেছে। ভাই আপনি কি ভাতেছেন রিটান পণ্য কেমনে নিবেন আমি সেই দুর্ধর্ষ ঘটনা ব্যাখ্যা করমু। ভাই এখনো যদি আপনার মাথার স্ক্রু না খুলে তাইলে Welcome to Daraz." দারাজের মত সনামধন্য ইকমার্স এর সেলার হিসেবে আমাদের কি এমন অভিজ্ঞতা প্রাপ্য...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আইক্লাউড লক কি? লক বাইপাস করার উপায়?

ওয়াইফাই পাসওয়ার্ড চোরদের ব্লক করুন এক নিমিষেই

ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?