আমেরিকার নেভি সিলদের এক বিশেষ ট্রেনিং
আমেরিকার নেভি সিলদের ট্রেনিংয়ের একটা গল্প বলি, যাকে নেভি সিলরা বলে ডাউনপ্রুফিং। নেভিদের জন্য নাকি খুবই সহজ একটি ট্রেনিং কিন্তু এতে নাকি মৃত্যুর রেকর্ডও আছে!
তো কি করা হয় এই ডাউনপ্রুফিংয়ে?
খুবই সহজ বলা যেতে পারে, আপনাকে হাত পা বাঁধা অবস্থায় মাত্র ১২-১৫ ফুটের একটা চৌবাচ্চায় নামিয়ে দিবে, আপনার কাজ হচ্ছে এই হাত-পা বাঁধা অবস্থায় উপরে ভেসে উঠা। যাদের পানির মধ্যেই জীবন এমন একজন মানুষের কাছে নিশ্চয়ই মামুলি ব্যাপার হবে এই ১২-১৫ ফুটের চৌবাচ্চায় হাত-পা বাঁধা অবস্থায় ভেসে উঠা। এমনটাই তো হবার কথা তাইনা।
কিন্তু বেশিরভাগ নেভি সিল এই পরীক্ষায় উত্তীর্ণ হয়না, কেউ সাপোর্ট দরির মাধ্যমে ফিরে আসে, কেউ জ্ঞান হারায়, কেউ কেউ আবার অক্সিজেন অতিরিক্ত খরচ করে ফেলায় মারাও যায়!
সাভাবিকভাবেই বেশিরভাগ সিলরা যে ভুলটা করে সেটা হচ্ছে উপরে ভেসে উঠার চেষ্টা! বলেছেই তো ভেসে উঠতে তাহলে ভেসে উঠার চেষ্টা করবো না! না, আপনি যতই চেষ্টা করেন না কেন উপরে উঠার জন্য যে মমেন্টাম প্রয়োজন তা আপনি হাত পা বাঁধা অবস্থায় পানির মধ্যে তৈরি করতে পারবেন না। আপনি যতই চেষ্টা করবেন ততই আপনার জমিয়ে রাখা অক্সিজেন খরচ হতে থাকবে। যতই হাত-পা ছোঁড়াছুড়ি করতে থাকবেন ততই দেখবেন আপনি আরও তলিয়ে যাচ্ছেন, আপনি নিজেই প্যানিক হয়ে যাবেন আর আপনার অক্সিজেন আরও দ্রুত শেষ হয়ে যাবে এবং অক্সিজেন হারিয়ে এক পর্যায়ে আপনি জ্ঞানহীন হয়ে যাবেন।
তাহলে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাঁরা কিভাবে পারে!?
খুবই সহজ, আপনাকে ডুবিয়ে দিয়েছে তো ডুবতে দিন। রিলাক্স/ চিল মুডে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনি তলিয়ে যাচ্ছেন, তাও আপনি চেষ্টা না করে বরং ধরে নিন মৃত্যু অনিবার্য ইহাকে থামানোর দরকার নেই। স্বাভাবিক থাকুন, মনে করবেন যে পানির বিছানায় শুয়ে শুয়ে রিলাক্স করছেন। দেখবেন যে এক পর্যায়ে আপনি তলানিতে পৌঁছে গেছেন, এরপর হাল্কা একটু পা দিয়ে মাটি চাপ দিলেই দেখবেন আস্তে আস্তে আপনি উপরে ভেসে আসছেন। এর জন্য আপনার সুপার ফুস্ফুস থাকার প্রয়োজন নেই, মাত্র ১২-১৫ ফুট গভীরতা।
ঠিক আমাদের জীবনে হতাশা জিনিষটা এরকমই, আপনি যতই এটা থেকে দূরে থেকে সুখী থাকার চেষ্টা করবেন জীবনে তত বেশি আপনি হতাশ হবেন। হতাশা/ব্যর্থতাকে জীবনে স্বাভাবিক করে নিলেই দেখবেন আপনার অগ্রগতি হচ্ছে। মানুষের জীবনেই তো হতাশা ব্যর্থতা আসে, এটাই তো স্বাভাবিক তাইনা। তাই স্বাভাবিক জিনিষকে অস্বাভাবিক মনে করার কোন প্রয়োজন আছে কি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন