ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টেন মিনিট স্কুল
বর্তমানে দেশের সুপরিচিত মোবাইল অপারেটর “রবি” র আর্থিক সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করছে টেন মিনিট স্কুল। গত এপ্রিল মাসে রবির স্পন্সারশীপ পাওয়ার পর থেকে টেন মিনিট স্কুলের অনলাইন শিক্ষাবিষয়ক টিউটোরিয়ালের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে বিগত ৩ মাসের তুলনায় প্রায় ১০ গুন। দেশীয় অনলাইন শিক্ষার জগতে অতি দ্রুত ও ব্যাপক সাড়া পাওয়া আয়মান সাদিকের ১০ মিনিট স্কুল এবার ৪ টি কোর্সের ট্রেনিং সেশানে আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। বর্তমানে দেশের সুপরিচিত মোবাইল অপারেটর “রবি” র আর্থিক সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করছে টেন মিনিট স্কুল। গত এপ্রিল মাসে রবির স্পন্সারশীপ পাওয়ার পর থেকে টেন মিনিট স্কুলের অনলাইন শিক্ষাবিষয়ক টিউটোরিয়ালের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে বিগত ৩ মাসের তুলনায় প্রায় ১০ গুন। নামি-দামি কোচিংয়ে হাজার হাজার টাকা ব্যয় না করে যে কেউ ইউটিউব/১০ মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে বিনামূল্যে কোর্স করার সুবিধা থাকলেও এবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের ট্রেইন করবে টেন মিনিট স্কুল। রবির স্পন্সারশীপের পর এ যাত্রার প্রথম...