পৃথিবীর জন্য শ্বাসরুদ্ধকর দিন ২৭ই মার্চ !
আসসালামুয়ালাকুম সবাই কেমন আছেন,আশা করি ভালো।আজ আমি আপনাদের জন্য একটি ভিন্ন রকম খবর দেবো। এই খবরটা শুনে হয়তো অনেকের কপালে ভাঁজ পরতে পারে। যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আজকের মুল পোষ্টে। আসছে আগামী ২৭ ই মার্চ পৃথিবী ঘেঁষে একটি বিশাল গ্রহানু বেরিয়ে যাবে,এমটাই দাবি করছেন নাসার বিশেজ্ঞরা। এই গ্রহানুটির নাম দেওয়া হয়েছে "২০১৪-ওয়াইবি-৩৫"।এটি ঘণ্টায় প্রায় ৩৭ হাজার কিলোমিটার গতিতে পৃথিবী থেকে প্রায় ২৮ লাখ মাইল দূর দিয়ে বেরিয়ে যেতে পারে নাসা ধারনা করছে।এই গ্রহানুটির সামান্যতম সংঘর্ষে বাংলাদেশের মত প্রায় ১০০ টি দেশ ধ্বংশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ই গ্রহানুটি ২০১৪ সালের শেষ দিকে প্রথম দেখতে পান যুক্তরাষ্টের ক্যাটলিনা স্কাই সার্ভে।তখন থেকে বিজ্ঞানীরা এই গ্রহানুটির উপর নজরদারি করে আসছেন।তাদের দাবি ক্ষুদ্র আকারের উল্কা মাঝে মধ্যেই পৃথিবীর পাশ দিয়ে যায় ।কিন্তু এরকম উল্কা প্রায় ৫০০০ বছরের মধ্যে একবারের জন্য হলেও দেখা যেতে পারে।কোনভাবে যদি এই গ্রহানুটি পৃথিবীর সাথে সংঘর্ষ হয় তাহলে বিরাট আকারের বিস্ফোরন ঘটবে।বিজ্ঞানীদের মতে প্রায় দেড় হাজার কোটি টিএনটি এক সাথে ফাটালে যে শক্তির উৎপত্তি হ...